কাবুল বিমানবন্দরের বাইরে দেশ ছাড়তে মরিয়া আফগানরা

আপডেট: August 21, 2021 |
print news

কাবুল বিমান বন্দরের বাইরে জড়ো হয়ে আছেন দেশ ছাড়তে মরিয়া আফগানরা। অনেকেই দেয়াল টপকে কাবুল বিমানবন্দরে প্রবেশ করছেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনট জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ আফগান নাগরিকদের আশ্রয় দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাহরাইন, ডেনমার্ক, জার্মানি, ইতালি, কুয়েত, কাতার, ইউএইসহ বেশ কয়েকটি দেশ ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন তারা। এছাড়া আফগানিস্তানের নাগরিকদের অস্থায়ীভাবে জায়গা দেয়ার কথা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তালেবানরা বদলে গেছে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করে তা দেশ। দেশটিতে নতুন করে কোনো গৃহযুদ্ধ বা মানবিক বিপর্যয় হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, কাবুল থেকে সব মার্কিনিকে দেশে ফিরিয়ে আনা হবে। আফগানদের যুক্তরাষ্ট্রে আনার এই অভিযান বিপজ্জনক। সে কারণে শেষ পর্যন্ত কী হবে তা জানেন না তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর