খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৪ জনের মৃত্যু

আপডেট: August 22, 2021 |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। রবিববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খুলনার মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ইদ্রিস আলী (৬৯), লবণচরা এলাকার আলেয়া (৫৫), বাগেরহাটের মোড়লগঞ্জের রতন কর্মকার (৫০) ও ঝালকাঠির কাঠালিয়ার নূর হোসেন (৬০)।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর