কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

আপডেট: August 24, 2021 |
print news

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ চাভেজ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে এখন তিনি সঙ্কটমুক্ত। বর্তমানে নিজ পরিবারের সাথেই আছেন তিনি।

সোমবার (২৩ আগস্ট) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার (২১ আগস্ট) ৫৪ বছর বয়সী জিয়ানিন আনেজ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। কারাগারের পরিচালক জুয়ান কার্লোস লিম্পিস ঘটনার পরদিন জানান, সাবেক এই প্রেসিডেন্ট এখন সঙ্কটমুক্ত। বর্তমানে নিজ পরিবারের সাথেই আছেন তিনি।

জিয়ানিন আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা জানান, দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন আনেজ। আত্মহত্যার চেষ্টার পেছনে এটাই হয়তো কারণ।

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন জিয়ানিন আনেজ চাভেজ। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং পাঠানো হয় লা পাজের কারাগারে। তখন থেকেই বন্দি হয়ে আছেন তিনি।

গত ২০ আগস্ট আনেজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন বলিভিয়ার অ্যাটর্নি জেনারেল জুয়ান লানচিপা। ২০১৯ সালে প্রেসিডেন্ট মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সময় পুলিশের সাথে সংঘর্ষে ২২ জন নিহত হলে দায়ী করা হয় আনেজকে।

আনেজের রাজনৈতিক কারাদণ্ডের অবসান চান বলিভিয়ার সাবেক আরেক প্রেসিডেন্ট কার্লোস মেসা। সেই সাথে আনেজের প্রকৃত অবস্থা প্রকাশেরও আহ্বান জানান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর