কাবুল বিমানবন্দরে আবারও বন্দুকযুদ্ধ

আপডেট: August 24, 2021 |
print news

কাবুল বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের সাথে নিরাপত্তা বাহিনীর মধ্যে আবারও বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তারা। তারা আরও জানায়, এ সময় একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং অপর তিনজন আহত হয়।

জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে কীভাবে এই বন্দুকযুদ্ধের সূত্রপাত হলো তা জানা যায়নি।

বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিমানবন্দরে অবস্থানরত আফগান বাহিনী মূলত একটি সামরিক ইউনিটের অংশ, যারা তালেবানের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে। তারা বর্তমানে কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করছে বলে জানায় বিবিসি।

তালেবান যোদ্ধারা কাবুল দখলে নেয়ার পর থেকেই আফগানিস্তানে বিরাজ করছে ভয়াবহ অস্থিরতা। আতঙ্কে ও নিয়াপত্তাহীনতায় দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। সপ্তাখানেক সময় ধরেই কাবুল বিমানবন্দরে চলছে চরম বিশৃঙ্খলা।

গত রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে একজন ন্যাটো কর্মকর্তা জানিয়েছিলেন, তালেবান যোদ্ধারা কাবুল দখলে নেয়ার পর থেকে কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর