গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের বোমা হামলা

আপডেট: August 24, 2021 |

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার শাসক দল হামাসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

গত মে মাসে হামাস-ইসরায়েল ১১ দিনের সংঘাতের অবসান হয় মিসরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে।

এর পর বেশ কয়েকবার হামাসের বিরুদ্ধে আগ্নেয় বেলুন ওড়ানোর অভিযোগ এনে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার আগ্নেয় বেলুনের কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরে যায়।

ফিলিস্তিনিদের দাবি, গাজায় আরোপিত অবরোধ শিথিলের জন্য চাপ প্রয়োগ করতেই এসব বেলুন ওড়ানো হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর