যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তির মৃত্যু

আপডেট: August 24, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি ৩৮ বছর বয়সে মারা গেছেন। হার্টের সমস্যার কারণে তিনি মারা যান।
ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন।

ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিলেন।

পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণই এই অস্বাভাবিক লম্বার জন্য দায়ী।
তার মা আরও জানান, শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য তিনি ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দুদফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।

ইগর ভভকভিনস্কি ২০১৩ সালে ইউরোভার্সন সং কনটেস্টে স্টেজে ইউক্রেনের গায়িকা জøাটা ওগনিভিচের সাথে একসাথে পারফর্ম করেছিলেন। ওই সময়ে জøাটাকে তার সাথে ছোট্ট পুতুলের মতো লাগছিল।

আরো একবার ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড়ো ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।

গিনেস ওয়াল্ড রেকডর্স ২৭ বছর বয়সে ইগরকে আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
গিনেস ওয়াল্ড রেকডর্স বলছে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কেও, যার নাম সুলতান কোসেন। তিনি আট ফুট দুই ইঞ্চি লম্বা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর