নজিবুল বশরের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট: August 27, 2021 |
print news

রাশিয়ান ফেডারেশনের বাংলাদেশ নব নিযুক্ত অ্যাম্বাসেডর আলেকজেন্ডারের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডার ‘র।

আলেকজেন্ডারের আমন্ত্রনে বৃহস্পতিবার রাত ৭ টায় সাথে তার বাসভভনে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে আলোচনা হয়। আলোচনায় উভয়েই বাংলাদেশ ও রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্পৃতি আছে তা অব্যাহত রাখার ব্যাপারে একমত পোষন করেন।

একই সাথে অ্যাম্বাসেডর আলেকজেন্ডার রাশিয়ান ইসলামিক ওয়ার্ল্ড এর বাংলাদেশের পক্ষে একমাত্র সদস্য হিসাবে থাকার জন্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপিকে অভিনন্দন জানান এবং রাশিয়ার সাথে বংলাদেশ তরিকত ফেডারেশনের সাথে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা অব্যাহত থাকবে বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর