নজরুলের কবিতা-গান আমাদের অনুপ্রাণিত করে: রিজভী

আপডেট: August 27, 2021 |

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

আজ শুক্রবার (২৭ আগস্ট) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, আজকের এই গণতন্ত্রের ঘাটতির যুগে কথা বলার স্বাধীনতা নেই। নির্যাতন নিপীড়নের এই যুগে চারদিকে একটা ভয় ও অন্ধকারের যুগ চলছে। এ যুগে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী।

কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কবি পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর