আফগানিস্তানে আইএস জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা , নিহত ১

আপডেট: August 28, 2021 |
print news

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ভোরে চালানো ওই হামলায় এক আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। খবর বিবিসির।

নানগাহার প্রদেশে অবস্থানরত কাবুল হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস সদস্যকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ওই অভিযান চালায়।

আইএস বলছে, তারা কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালিয়েছে। এতে ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন মানুষ নিহত হন।

যুক্তরাষ্ট্র বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে।

এ হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর