দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

আপডেট: August 29, 2021 |

ভারতের রাজধানী দিল্লিতে কয়েক হাজার আফগান নাগরিক শরণার্থী হিসেবে বসবাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

দিল্লিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে টানা ছয় দিন ধরে তারা এ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।

তালেবান আফগানিস্তান দখলে নিলে পরিবার-পরিজন নিয়ে এসব আফগান নাগরিক ভারতে আশ্রয় নেন।

ভারতে আশ্রয় নিয়েছেন ২১ হাজার আফগান নাগরিক ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু এদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ জাতিসংঘের শরণার্থীবিষয়ক কার্যালয়ে শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছেন।

বাকিরা এখনো তালিকাভুক্তির অপেক্ষায় আছেন। অপেক্ষমাণ এসব আফগান নাগরিকই গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।

নয়াদিল্লিতে আফগান সংহতি কমিটির প্রধান এবং বিক্ষোভকারীদের একজন আহমদ জিয়া গনি বলেন, ‘যতক্ষণ না আমরা ইউএনএইচসিআর থেকে ইতিবাচক সাড়া না পাই, ততক্ষণ আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।

ইউএনএইচসিআরের উচিত ভারতে থাকা সব আফগানদের শরণার্থীর মর্যাদা দেওয়া এবং ভারত সরকারের উচিত আমাদের একটি দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া।’

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দুই দশক পর দেশটির ক্ষমতা আবারও কট্টরপন্থি এ সংগঠনটির হাতে চলে যাওয়ায় আতঙ্কে আফগান ছেড়েছেন অনেক নাগরিক।
খবর আরব নিউজ

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর