নেদারল্যান্ডসে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ

আপডেট: September 6, 2021 |

নেদারল্যান্ডসের আমস্টারডামে করোনার কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজারও মানুষ।

রবিবার শহরের ড্যাম স্কোয়ারে স্থানীয় সময় বেলা ১১টায় জড়ো হন বিক্ষোভকারীরা। পদযাত্রা শুরুর আগে সমাবেশ হয়। এর পর ১২টায় পদযাত্রা শুরু হয়। সেখানে ভ্যাকসিন সার্টিফিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

দেশটিতে এরই মধ্যে করোনার বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে স্কুলের বাইরে সামাজিক দূরত্ব মানার নিয়ম রয়েছে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটির ১৮ বছরের ওপরের ৭৫ শতাংশ মানুষকে এরই মধ্যে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। গত দুই সপ্তাহ ধরেই সেখানে সংক্রমণের হার স্থিতিশীল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর