​সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা

আপডেট: September 11, 2021 |
print news

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ভাই রোহুল্লাহ আজিজিকে গুলি করে হত্যার পর তালেবান যোদ্ধারা তাকে দাফনও করতে দিচ্ছে না। শুক্রবার তার ভাতিজা তালেবানের হাতে চাচার মৃত্যুর খবর জানান। খবর রয়টার্সের।

পানশিরে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া তালেবানবিরোধী বাহিনীর অন্যতম নেতা ছিলেন রোহুল্লাহ। তালেবানবিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরের রাজধানী বাজারাকের পতনের কয়েকদিন পর রোহুল্লাহকে হত্যার এ খবর এলো।

শুক্রবার রয়টার্সকে পাঠানো এক বার্তায় এবাদুল্লাহ সালেহ বলেছেন, ‘তারা আমার চাচাকে হত্যা করেছে। গতকাল তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতেও দিচ্ছে না। তার লাশ পচুক, এমনটাই বলে যাচ্ছে তারা।’

তালেবানের তথ্য সেবা কেন্দ্র আলেমারাহর উর্দু ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, তাদের কাছে থাকা খবর অনুযায়ী রোহুল্লাহ পানশিরে যুদ্ধে মারা পড়েছেন।

তবে টোলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, পানশির থেকে পালানোর চেষ্টাকালে রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয়।

রোহুল্লাহর ভাই, গত মাসে ক্ষমতাচ্যুত আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাবেক প্রধান আমরুল্লাহ সালেহকে তালেবানরা এখনো ধরতে পারেনি। সালেহ এখন ঠিক কোথায় আছেন, তাও স্পষ্ট নয়।

তালেবানবিরোধী বাহিনীগুলো আহমাদ মাসুদের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) ব্যানারে পানশিরে প্রতিরোধ যুদ্ধ করেছিল।

কয়েকদিনের তুমুল লড়াই শেষে গত সপ্তাহে বাজারাকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় কট্টরপন্থি গোষ্ঠী তালেবান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর