ওটিটি প্লাটফর্ম নীতিমালা প্রায় চূড়ান্ত: তথ্যমন্ত্রী

আপডেট: September 13, 2021 |

ওটিটি প্লাটফর্ম বা ওভার দ্য টপ এ কনটেন্ট প্রকাশে নীতিমালা প্রায় চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (সোমবার, ১৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি হয়েছে। এটি যাচাই বাছাই করে, আমরা খুব শিগগিরই প্রজ্ঞাপন প্রকাশ করব।

এ সময় তথ্যমন্ত্রী আরো জানিয়েছেন, বিদেশে বসে অনলাইনে সরকার বা ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালালে যে দেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে সে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডিসহ ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যম থেকে অশ্লীলতা রোধ ও রাজস্ব আদায়ের বিষয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার একটি প্রতিবেদন দাখিল করে এ তথ্য উপস্থাপন করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর