সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার

আপডেট: September 14, 2021 |
print news

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাড়িতে তল্লাশি চালিয়েছে তালেবান। ওই তল্লাশি চলাকালে তার বাড়িতে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার পাওয়া গেছে বলে দাবি করেছে দলটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৩৬ লাখ ছয় হাজার ৮২০ টাকা।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও কাবুল ছেড়ে পালিয়ে যান। তবে দেশ ছাড়েননি তিনি।

বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পাঞ্জশির থেকে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন তিনি। একই সঙ্গে নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন।

একপর্যায়ে পাঞ্জশিরেরও নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। আমরুল্লাহ সালেহ বর্তমানে কোথায় আছেন তা অস্পষ্ট। ধারণা করা হয়, তিনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর