মোদীর জন্মদিনে রেকর্ড আড়াই কোটি ডোজ টিকা দিল ভারত

আপডেট: September 18, 2021 |

ভারতে একদিনে রেকর্ড আড়াই কোটির বেশি ডোজ টিকা দেয়া হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে জনগনকে এ টিকা দেয়া হয়। এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ টিকার প্রয়োগ।

এর আগে গত ২৭ আগস্ট দেশটিতে রেকর্ড এক কোটি ৩০ লাখ মানুষকে টিকা দেয়া হয়। ভারত ২০২১ সালের মধ্যে টিকাদানে যোগ্য সব ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভারতের এ উদ্যোগে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরআগে চীন একদিনে দুই কোটি ৪৭ লাখ মানুষকে একদিনে করোনা টিকা দিয়ে রেকর্ড করে।

এদিকে যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। শুক্রবারও দেশটিতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৯০৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ৭১৪ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার ১৫১ জন। এছাড়াও অস্ট্রেলিয়ায় এখনও নিয়ন্ত্রণ আসেনি করোনার সংক্রমণ।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৮৭ জনের। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান ৯ হাজার ১৭০ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮৮৭ জনের। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৭১ হাজার ৭৮১ জন। বিশ্বে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯২ হাজার ৩১১ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২২ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৭৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৬৯৭ জন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর