পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে : হার্শা ভোগলে

আপডেট: September 18, 2021 |
print news

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর খুব কাছে ছিল পাকিস্তান। তবে প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি মাঠে বল গড়ানোর কয়েক মুহূর্ত আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিলের এই ঘোষণা দেওয়া হয়। মূলত নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কিউয়ি টিম।

শুক্রবার ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে পুরো সিরিজ স্থগিত করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট। এই খবর প্রকাশিত হতেই বিশ্ব ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়ে যায়। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই ঘটনায় খুব মর্মাহত।

তিনি টুইটারে লিখেছেন, ‘পাকিস্তান সফর স্থগিত করে নিউজিল্যান্ডের দেশে ফিরে যাওয়াটা অনেক বড় খবর। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। নিরাপত্তার হুমকির ব্যাপার হওয়ায় এই ঘটনা অন্য দলের পাকিস্তান সফরের ওপরও প্রভাব ফেলবে।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর