কাবুলে ড্রোন হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

আপডেট: September 18, 2021 |
print news

কাবুল থেকে সেনা প্রত্যাহারের ঠিক আগে মার্কিন ড্রোন হামলায় ১০ নিরীহ বেসমারিক নাগরিকের মৃত্যু হয়েছে। একথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

দেশটির সেন্ট্রাল কমান্ড ইনভেস্টিগেশন জানিয়েছে, ২৯শে আগস্টে ওই হামলায় দাতব্য সংস্থার একজন কর্মী এবং একই পরিবারের ৭ শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ সুমায়ার বয়স ছিল মাত্র দুই বছর।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান, গোয়েন্দারা আট ঘণ্টা ধরে দাতব্য সংস্থার ওই কর্মীকে অনুসরণ করে। আইএস এর জঙ্গিদের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে ধারণা করেছিল গোয়েন্দারা।

আফগানিস্তানের দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসানের জন্য সেনা প্রত্যাহারের কার্যক্রম যখন চলমান তখনই এই হামলা করা হয়। আফগানিস্তানে মার্কিনীদের সর্বশেষ কয়েকটি হামলার মধ্যে এটি অন্যতম।

তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে মরিয়া হয় অনেক আফগান নাগরিক। সেসময় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনাবাহিনী নিহত হলে কাবুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর