পুতিনের সঙ্গে বসছেন এরদোয়ান

আপডেট: September 19, 2021 |
print news

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে রাশিয়ার সোচি শহরে তারা বৈঠকে বসার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সরকারি ওই কর্মকর্তারা বলেছেন, রুশ প্রেসিডেন্ট এবং এরদোয়ান আলোচনা করবেন সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে।

সিরিয়ার ইদলিব নিয়ে তারা কথা বলবেন। সেখানে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও তুরস্ক।

রাশিয়া সবসময় চেষ্টা করছে পুরো সিরিয়ায় যেন আসাদ বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। অন্যদিকে আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তুরস্ক। সূত্র: রয়টার্স।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর