টিকা: দেশে ৩ কোটি ৭৩ লাখ ডোজ প্রয়োগ

আপডেট: September 21, 2021 |
print news

দেশে এখন পর্যন্ত তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার সাত ডোজ করোনার টিকার প্রয়োগ করা হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭২১ জন এবং নারী ৯৯ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৮৮ হাজার ৮৯৫ জন এবং নারী ৬৩ লাখ ৩৭ হাজার ৭৫ জন। এর মধ্যে এক কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৫৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হয়েছে।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৩১১ ডোজ, চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭০৩ ডোজ এবং মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫৯ হাজার ৭৪৯ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন নিবন্ধন করেছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর