ক্যামেরুনে বন্দুক হামলায় ১৫ সেনা সদস্য নিহত

আপডেট: September 21, 2021 |

বিদ্রোহীদের হামলায় পশ্চিম ক্যামেরুনে ১৫ জন সেনাসহ বেশকিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্যামেরুনের ইংরেজি ভাষী পশ্চিমাঞ্চলে দুটি হামলায় ১৫ সৈন্য এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের বামেসিংয়ে এলিট দ্রুত হস্তক্ষেপ বাহিনীর একটি কনভয়কে ব্যাপকভাবে সশস্ত্র ‘সন্ত্রাসীরা’ আক্রমণ করে।

তবে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে বিদ্রোহীরা সেনাদের একটি বহরে হামলা করে। অন্য একটি বহরে একইভাবে বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়। এর ফলে দুই হামলায় অন্তত ১৫ সেনার মৃত্যু হয়।

দেশটিতে অনেক সশস্ত্র গ্রুপ স্বাধীনতার দাবিতে লড়াই করছে। সেখানে এরই মধ্যে ৭ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অন্তত চার হাজার বেসামরিক মানুষের প্রাণও গেছে। খবর আল জাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর