মেসিহীন পিএসজি’কে জেতালেন হাকিমি

আপডেট: September 23, 2021 |
print news

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়রথ ছুটছেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। বুধবার রাতের ম্যাচে মেৎজকে হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে মেৎজের মাঠে জয়টা মোটেও সহজ ছিল না পিএসজির।

ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল পিএসজির। পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি। তবে ম্যাচের ৩৯তম মিনিটে মেৎজকে সমতায় ফেরান কিকি কোওয়াতে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকেন নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। তবে কেউই পিএসজিকে গোল এনে দিতে পারছিলেন না। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়।

যোগ করা সময়ের একেবারে শেষদিকে আবারো পিএসজির ত্রাতা হিসেবে আবির্ভূত হন হাকিমি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে মেৎজ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর