ওয়েস্টহ্যামের কাছে হেরে ম্যানইউ’র বিদায়

আপডেট: September 23, 2021 |
print news

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম। বুধবার রাতে কারাবাও কাপের ম্যাচে ম্যানইউয়ের ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ওয়েস্টহ্যাম।

কিছুদিন আগেই ম্যানইউয়ের কোচ ওলে গানার সুলশার বলেছিলেন যে, পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে সব ম্যাচে খেলাবেন না। সেই কথার যথার্থতা প্রমাণ হয়েছে এই ম্যাচে। ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচটিতে সিআরসেভেন’কে দলে রাখা হয়নি।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। গোলটি করেন ম্যানুয়েল লানজিনি।

এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে। এন্থোনি মার্শিয়াল, জেসি লিংগার্ড ও সাঞ্চোরা অনেক চেষ্টা করেও ওয়েস্ট হামের জালে বল পাঠে পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।

এর ফলে কারাবাও কাপ থেকে বিদায় নিল ম্যানইউ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর