একসময় সাধারণ ঠাণ্ডা-জ্বরে পরিণত হবে করোনা : সারাহ গিলবার্ট

আপডেট: September 24, 2021 |

করোনার সংক্রমণ একসময় সাধারণ ঠাণ্ডা-জ্বরে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী সারাহ গিলবার্ট। বুধবার যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ইভিনিং স্ট্যান্ডার্ড।

অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা উৎপাদনকারী দলের অন্যতম প্রধান অধ্যাপক সারাহ বলেন, আমরা এখনই মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি আলাদা করোনাভাইরাসের সঙ্গে বসরাস করছি। কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। একসময় এই সার্স-সিওভি-২’ও ওইগুলোর একটা হয়ে যাবে।

তিনি বলেন, করোনা আরো প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুব কম। ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে, কেননা তখন তাকে কভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে।

সারাহ বলেন, ভবিষ্যৎ মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে; সামান্য বিনিয়োগ দীর্ঘ মেয়াদে বিলিয়ন বিলিয়ন পাউণ্ড বাঁচাতে পারে। অতীতে প্রাদুর্ভাব সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে এমন রোগের টিকা বানাতে মহামারির আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

আমাদের এখনই ভবিষ্যৎ মহামারি মোকাবেলার পরিকল্পনা শুরু করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর