তাজ হোটেলেই ‘রতন’ খুঁজে পেলেন টাটা কর্ণধার

আপডেট: September 25, 2021 |
print news

ভেজা রাস্তার ধারে ছাতা হাতে দাড়িয়ে এক যুবক। বৃষ্টি থেকে বাঁচতে সেই ছাতার তলাতেই বসে রয়েছে একটি পথ-কুকুর। নিজের ছাতার তলায় রাস্তার কুকুরকে আশ্রয় দেওয়া যুবক মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর মালিকানাধীন তাজ প্যালেস হোটেল কর্মী। আর নাগরিক সমাজের কাছে পশুপ্রেমের নিদর্শন তুলে ধরতে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা!

ছবির সঙ্গে একটি লাল রঙের হৃদয় ‘ইমোজি’ দিয়েছেন রতন। লিখেছেন, ‘এই বর্ষায় আরাম ভাগাভাগি। তাজ হোটেলের এই কর্মী বেশ সহৃদয়। তার ছাতাটি এক ভিজে যাওয়া পথ-কুকুরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ব্যস্ত মুম্বইয়ের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। এমন দরদ পথের প্রাণীগুলিকে অনেক দূরে এগিয়ে দিতে পারে।’ টাটা কর্ণধারের পোস্ট করা ওই ছবি আর মন্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

টাটা কর্ণধারের সারমেয় প্রীতির কথা জানেন অনেকেই। পথ-কুকুরদের রক্ষায় নানা কর্মসূচিতে তার অবদানের কথাও অনেক বারই প্রকাশ্যে এসেছে। টাটা গোষ্ঠীর আন্তর্জাতিক সদর দফতর ‘বম্বে হাউস’-এ পথ-কুকুরদের জন্য একটি আশ্রয়স্থলও গড়ছেন রতন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর