ফের ভারত থেকে আমদানি শুরু কাঁচা মরিচের

আপডেট: September 26, 2021 |

ভারত থেকে গতকাল শনিবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচের তিনটি ট্রাক দেশে প্রবেশ করেছে। দুই মাস বন্ধ থাকার পর উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কম এবং খোলাবাজারে দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ স্থলবন্দরে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আমদানি শুরুর খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি।

দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যায়। এ কারণেই বাজারে মরিচ সংকট দেখা দিয়েছে এবং বাজার ঊর্ধ্বমুখী। পণ্যটির দাম স্বাভাবিক রাখতেই প্রতিবছর আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে থাকি। এবারও আমদানি শুরু হয়েছে। পর্যাপ্ত এলসি করা হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে আসবে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে আজ তিন ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে। শুল্কায়ন শেষে পণ্যটি দ্রুত ছাড় দেওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর