মধ্যপ্রাচ্যে করোনা নিয়ন্ত্রণে প্রথম অবস্থানে কুয়েত

আপডেট: September 26, 2021 |
print news

করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে কুয়েত। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল একশর নিচে। আক্রান্তের তুলনায় সুস্থতা ছিল বেশি, মৃত্যুর সংখ্যা ছিল এক থেকে দুই জন।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে দেশটির স্বাস্থ্য খাত। শুরু থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ফলে সাফল্যের দ্বারপ্রান্তে ছোট্ট দেশটি।

মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সুপার শপসহ বিপণী বিতানগুলোতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

এদিকে বিভিন্ন দেশের সঙ্গে কাতারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াত বাড়ায় বেড়েছে। বিগত দিনের ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শিগগিরই আগের মতো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটিই সবার প্রত্যাশা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর