পরমাণু অস্ত্র নির্মূলের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আপডেট: September 27, 2021 |
print news

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, অবশ্যই পরমাণু অস্ত্র নির্মূল এবং বিশ্বে সংলাপ, বিশ্বাস ও শান্তির নতুন যুগ শুরু করতে হবে। ইন্টারন্যাশনাল ডে ফর দ্যা টোটাল এলিমিনেশন অব নিউক্লিয়ার উইপন্স উপলক্ষে রোববার মহাসচিব এ কথা বলেন।

তিনি আরো বলেন, শুরু থেকেই পরামাণু অস্ত্র জাতিসংঘের কর্মকান্ডের মূল কেন্দ্রে রয়েছে।

মহাসচিব বলেন, গত কয়েক দশকে পরমাণু অস্ত্রের সংখ্যা কমেছে। বিশ্বজুড়ে এখনও ১৪ হাজার অস্ত্রের মজুদ রয়েছে। ফলে প্রায় চার দশক ধরে পৃথিবী সর্বোচ্চ মাত্রার পারমানবিক ঝুঁকির মুখে রয়েছে। সুতরাং বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূলের এখনই সময় বলে তিনি উল্লেখ করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর