ফ্রান্স-গ্রিসের ৫ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা চুক্তি

আপডেট: September 29, 2021 |
print news

অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর ইউরোপের দেশ গ্রিসের সঙ্গে নতুন করে সামরিক চুক্তিতে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবারের চুক্তির বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস এক ঘোষণায় জানান, তারা ফ্রান্সের সঙ্গে ৫ বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ফ্রান্স নিজেদের তৈরি প্রায় ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করবে গ্রিসকে।

এথেন্সের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী ২০২৬ সালের মধ্যে সব যুদ্ধজাহাজ সরবরাহ করবে প্যারিস। আর প্রথম চালান ২০২৪ সালে প্রবেশ করবে গ্রিসে।

দুদেশের চুক্তি পর ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সামরিক সক্ষমতা ও নিরাপত্তার ব্যাপারে ইউরোপের কখনই আপস করা উচিত নয়।

মাক্রোঁ আরও বলেন, ‘ভূমধ্যসাগরে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ফ্রান্স ও গ্রিস চুক্তিতে পৌঁছাল। এর মধ্য দিয়ে দেশ দুটির সম্পর্ক আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়ে গেল।’

সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ‘অকাস’ নামের নতুন জোট গঠন করেছে। ফরাসি নেভাল গ্রুপের জাহাজ নির্মাতার সঙ্গে সাবমেরিন চুক্তি থেকে সরে এসে ওই দুই দেশের সঙ্গে জোট গঠন করে অস্ট্রেলিয়া।

ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।

এর মধ্যেই গ্রিসের সঙ্গে নতুন চুক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াকে বার্তা দিলো বলে ধারণা করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর