ভোট গণনা শুরু, এগিয়ে মমতা

আপডেট: October 3, 2021 |

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলের অপেক্ষায় রাজ্যজুড়ে বিরাজ করছে টানটান পরিস্থিতি। গণনা শুরু হতেই এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয় ভবানীপুরের উপনির্বাচনের। ভোট গণনা করা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। গণনা হবে ২১ রাউন্ড।

ইভিএম গণনার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা। এদিকে পোস্টাল ব্যালট গণনাও এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৭৫ পোস্টাল ব্যালটের গণনা শেষ।

অন্য দিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা। দু’টি কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮,৭১৯ ভোটের ব্যবধানে। এপ্রিলের নির্বাচনের তুলনায় সেপ্টেম্বরের উপনির্বাচনে কিছুটা কম ভোট পড়লেও ভবানীপুরে এর আগের উপনির্বাচনের তুলনায় কিন্তু অনেকটা বেশি ভোট পড়েছে এ বার। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তাতে ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।

ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ঘটনাচক্রে, তিনিও পেশায় আইনজীবী।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর