লাদাখে আবারও চীনের সেনা মোতায়েন

আপডেট: October 3, 2021 |
print news

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন, যা উদ্বেগের বিষয়। গত ছয় মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লে­খ করে ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। একইসাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ১৩তম বৈঠকে ঐক্যমতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন জেনারেল মনোজ মুকুন্দ।

এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। ওই সংঘর্ষে চীনের কয়েকজন হতাহত হলেও এবিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বেইজিং। এরপর থেকেই সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। সীমান্তে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে দু’পক্ষই।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর