সেই ব্রিটিশ সেনাকে কাবুল থেকে উদ্ধার

সময়: 3:47 pm - October 6, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

আফগানিস্তানে গত ২ সেপ্টেম্বর তালেবানের হাতে আটক বেন স্ল্যাটার (৩৭) নামে সাবেক এক ব্রিটিশ সেনাসদস্য অবশেষে মুক্তি পেয়েছেন।

ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দেশটির কূটনীতিকদের সঙ্গে দোহার উদ্দেশে কাবুল ছাড়েন সাবেক এ ব্রিটিশ সেনা। খবর আরব নিউজের।

যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি পুলিশের সাবেক এ সদস্য আফগানিস্তানে একটি এনজিও পরিচালনা করছিলেন।

গত মাসে বেন স্ল্যাটার দেশত্যাগে ইচ্ছুক ৪০০ আফগান নাগরিককে সীমান্তবর্তী তৃতীয় একটি দেশের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করছিলেন।

কিন্তু সবার ভিসা না থাকায় পাকিস্তান তাদের সীমান্ত থেকে স্ল্যাটারের কর্মীবোঝাই বাসটিকে ফিরিয়ে দেয়। এর পর তাকে তালেবান আটক করে।

উল্লেখ্য, চীন, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের স্থলসীমান্ত রয়েছে।

এর আগে তালেবানের হাতে কাবুল পতনের পর যুক্তরাজ্যের একটি বিমানে করে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন স্ল্যাটার। এর পর তিনি স্থলসীমান্ত দিয়ে সবাইকে নিয়ে পালানোর উদ্যোগ নেন।

তাকেসহ আফগান নাগরিকদের বহনকারী বাসটি তৃতীয় ওই দেশের সীমান্তে দুদিন আটক রাখা হয়েছিল। অনুমতির অপেক্ষায় তারা সীমান্ত চেক পয়েন্টের কাছে একটি হোটেলে অবস্থান করছিলেন।

গত ২ সেপ্টেম্বর সকালে স্ল্যাটারকে গ্রেফতার করে কারাগারে বন্দি রাখে তালেবান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর