লিবিয়ায় আটক হওয়া অভিবাসীদের সংখ্যা বাড়ছে

আপডেট: October 7, 2021 |
print news

আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটকের সংখ্যা বাড়ছে লিবিয়ায়। চলতি সপ্তাহেই সামরিক বাহিনির নেতৃত্বে সংগঠিত অভিযানে শিশু, নারীসহ আটক হয়েছেন পাঁচ হাজারেরও বেশি অভিবাসী।

লিবিয়ায় মানবপাচার ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় পাঁচ হাজার অভিবাসীদের আটক করেছে৷ এই সংখ্যা জাতিসংঘের তথ্য অনুযায়ী আরও বাড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এসোসিয়েট প্রেস।

শুক্রবারে লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহর গারগারেশে শুরু হয় অভিযান। অনথিভুক্ত অভিবাসন ও মাদক পাচারের চক্র বিষয়ে তথ্য বার করা এই অভিযানের উদ্দেশ্য বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ কিন্তু অভিযান থেকে কতজন পাচারকারী আটক হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২১৫ শিশু, অন্তত ৫৪০জন নারী, যাদের মধ্যে ৩০জন সন্তানসম্ভবা আটক রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য বলছে, মোট আটক করা হয়েছে পাঁচ হাজার ১৫২জনকে।

ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে লিবিয়ার অভিবাসন নিয়ন্ত্রণকে সহায়তা দেয়, তা সমালোচিত বিশ্বজুড়ে। ইইউ লিবিয়াতে এই সহিংস অভিযানের বিরোধিতা করেছে। ইইউ মুখপাত্র নাবিলা মাসরালি এপিকে বলেন, লিবিয়াকে অভিবাসন নিয়ন্ত্রণের নতুন পন্থা খুঁজতে যথেষ্ট চাপে রাখছে ইইউ। লিবিয়ার সার্বভৌমত্বকে ইইউ সম্মান করে। কিন্তু একই সাথে লিবিয়ার কর্তৃপক্ষকে এই ধরনের অভিযানে সহিংস পন্থা অবলম্বন না করতেও আমরা কড়া বার্তা দিচ্ছি।

একদিকে যখন লিবীয় কর্তৃপক্ষ অভিবাসীদের আটক করায় ব্যস্ত, অন্যদিকে ইউরোপে ঢুকতে ব্যর্থ হয়ে লিবিয়ার সমুদ্রতটে ফিরে এসেছেন নতুন এক দল অভিবাসনপ্রত্যাশী৷

সোমবারে একটি কাঠের নৌকায় চেপে অন্তত পাঁচশ অভিবাসনপ্রত্যাশী ইউরোপে না ঢুকতে পেরে বাধ্য হয়ে ফেরেন লিবিয়ায়। এর কিছুক্ষণ পরেই, আরেকটি নৌকায় করে আসেন আরো ৫৯জন। আইওএম জানিয়েছে, ২০২১ সালের প্রথম নয় মাসেই ২৫ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী সাগরপথে লিবিয়া ছেড়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। মৃত্যু হয়েছে অন্তত এক হাজার ১০০ জনের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর