সারপ্রাইজ দিতে যাচ্ছেন মিমি

আপডেট: October 8, 2021 |

টালিউড তারকা মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক চমক দিলেন যা দেখে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। একটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, দারুণ একটা খবর আছে!

এরপর থেকেই ভক্ত মনে প্রশ্ন, হঠাৎ কী এমন সারপ্রাইজ দিতে চলেছেন মিমি? যার জন্য এমন পোস্ট!

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সেই ছবিটিতে দেখা যাচ্ছে বিকেলের সূর্যের আলো মেখে বসে আছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লেখা রয়েছে, “দারুণ একটা খবর আছে! অপেক্ষা করুন। না, আমার বিয়ের খবর নয়।”

এটুকু বুঝতে বাকি নেই যে তিনি সুখবরের ইঙ্গিতই দিয়েছেন। তবে এই সুখবর ঠিক কী, তা জানা যায়নি এখনও।

অনেকে ভাবছেন, নিশ্চয়ই মিমি বড় কোনও ছবির অফার পেয়েছেন। অনেকে আবার মনে করছেন, পূজায় হয়তো নতুন গানের অ্যালবাম আনতে চলেছেন মিমি।

মহালয়ার দিনও মিমি তার ইনস্টাগ্রামে দেবী দুর্গার মতো সেজে পোস্ট করেছিলেন বেশ কয়েকটি ভিডিও এবং ছবি। মিমিকে মহামায়া রূপে দেখে প্রশংসায় মেতেছিলেন নেটিজেনরা।

পুজায় মুক্তি পাচ্ছে মিমি ও জিতের নতুন সিনেমা ‘বাজি’। ইতিমধ্যেই সিনেমার ট্রেইলার ও গান প্রশংসিত হয়েছে নেটদুনিয়ায়। সূত্র: সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর