বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট: October 8, 2021 |

জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে গত একমাস ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। তিনি সিএমএইচে অফিসার্স ফ্যামিলি ওয়ার্র্ডে থেকে চিকিৎসা নিচ্ছেন। জাতীয় পার্টির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত এক মাস আগে বেগম রওশন এরশাদের পাকস্থলী ও শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একা একা হাঁটতে পারেন না। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয়। হাসপাতালে ফিজিশিয়ানরা তাকে ব্যায়াম করান। তবে তার পাকস্থলী ও শরীরে অক্সিজেনের সমস্যা অনেকটাই কেটে গেছে বলে জানা গেছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর