ভ্যাকসিনের অসম বণ্টন বিপজ্জনক : আন্তোনিও গুতেরেস

আপডেট: October 9, 2021 |
print news

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ধনী দেশগুলোর করোনার টিকা ব্যবহারের কৌশলকে ‘অনৈতিক এবং মূর্খতা’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ​দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় মহামারির বিরুদ্ধে দেশগুলোর নিজস্ব সুরক্ষা কমার ঝুঁকিতে রয়েছে। বৃস্পতিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

তিনি বলেন, ভ্যাকসিনের অসম বণ্টন বিপজ্জনক। কারণ, এটি নতুন ভ্যারিয়ান্টের জন্ম দিতে পারে এবং আরও মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যেসব দেশ তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি টিকাদান করেছে, তারা কোভিড -১৯ সংকট বন্ধ করতে খুব কম কাজ করছে। ধনী দেশগুলোকে এসব দরিদ্র দেশে ভ্যাকসিন পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর