আফগানিস্তানে শিয়া মসজিদে হামলার নিন্দা জানিয়েছে ইরান

আপডেট: October 9, 2021 |

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৫৫ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক বিবৃতিতে মসজিদে ওই বোমা হামলার নিন্দা জানান। খবর ইরনার।

বিবৃতিতে তিনি নিন্দা জানানোর পাশাপাশি হাতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে, আত্মাঘাতী এ হমলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে)।

এক বিবৃতিতে আইএস-কে জানায়, আত্মঘাতী হামলাকারী মসজিদের জড়ো হওয়া মুসল্লিদের মধ্যে নিজেকে উড়িয়ে দেন।

ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় কুন্দুজের একটি মসজিদে ওই হামলার ঘটনা ঘটে।

তালেবানে তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার যে মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে তা শিয়া মতাবলম্বীদের।

বিস্ফোরণের সময় সেখানে অন্তত ৩০০ মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর