ভানুয়াতু শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) হিসাবে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৭।
ইউএসজিএস জানিয়েছে, ওশেনিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশ সময় শনিবার (৯অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ফিজির নাসিনু শহর থেকে ৫৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৮৫ কিলোমিটার গভীরে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিকের খবর অনুসারে, শক্তিশালী ভূমিকস্প আঘাত হানলেও এখন পর্যন্ত সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় ভানুয়াতু দ্বীপপুঞ্জে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।