যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দরে সন্দেহভাজন যাত্রী আটক

আপডেট: October 10, 2021 |

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোপোলিস থেকে রিপাবলিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে লাগার্ডিয়া বিমানবন্দরে আসার পর একজন যাত্রীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে বিমানটি অবতরণের পরই তাকে আটক করা হয়।

লাগার্ডিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আটক ওই ব্যক্তি সন্দেহের বশে ত্রুটিপূর্ণ কাজ করেছে। তিনি পাইলটকে জরুরি অবতরণ ঘোষণার জন্য অনুরোধ করেছেন। তার জেরে বিকেল ৩ টার দিকে পথিমধ্যে বিমানটি থামিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক এবং নিউজার্সির বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র থমাস তপুসিস বলেছেন, যাত্রীর সন্দেহজনক এবং ত্রুটিপূর্ণ আচরণের জন্য বিমানটি থামিয়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিতে রানওয়েতে উপুড় করে শুইয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর বিষয়টি দেখে অন্য যাত্রীরা দূর থেকে দেখছেন। অবশ্য কিছু যাত্রীকে বেশ আতঙ্কিতও মনে হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র এক মেইলে জানিয়েছেন, ওই বিমানে ভীতিকর কিছুই ঘটেনি।

বিমানটির ৭৮ যাত্রীরএকউ আহতও হয়নি। চারজন ক্রু ছিলেন ওই বিমানে, তারাও অক্ষত আছেন।
সূত্র: আর-আরাবিয়্যাহ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর