ভারতে গাড়িচাপায় কৃষক হত্যায় অবশেষে মন্ত্রীপুত্র গ্রেপ্তার
আপডেট: October 10, 2021
|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে আটক করেছে পুলিশ। ৯ জনকে হত্যার অভিযোগ ওঠার বেশ কয়েকদিন পর তিনি আটক হলেন।
আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল বলেছেন, শনিবার আশিস মিশ্রকে আটক করে হেফাজতে রাখা হয়েছে।
কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চার কৃষক ও এক সাংবাদিকসহ মোট ৯ জনকে হত্যার অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে।
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গত রবিবার লখিমপুর খেরি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের একটি গাড়ি বিক্ষোভকারীদের উপর দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে কৃষক সংস্থাগুলো। সূত্র: আল-জাজিরা।