জর্জিয়ায় ভবন ধসে ৫ জন নিহত
জর্জিয়ায় একটি ভবনধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন।
দেশটির পুলিশ জানায়, শুক্রবার ভবনটির পাঁচটি তলা ধসে পড়লে বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৫ ব্যক্তি নিখোঁজ হন। খবর আনাদোলু
পুলিশ দুর্ঘটনার জন্য অনিরাপদ সংস্কারকাজকে দায়ী করেছে। উদ্ধারকর্মীরা কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ভবনধসের ঘটনা তদন্তে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিচতলার একটি অ্যাপার্টমেন্টের মালিক বলে শনাক্ত করা হয়েছে।
তদন্তকারীরা দেখছেন, মালিকের আদেশে কাজ করা দুই ব্যক্তি নিরাপত্তা বিধিলঙ্ঘন করায় একটি ভবনের প্রবেশপথ ধসে পড়ে। দোষী সাব্যস্ত হলে, তাদের দুই থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
দেশটির দক্ষিণ-পশ্চিমে তুর্কি সীমান্তের কাছে অবস্থিত জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম বাটুমি শহরে ওই ভবনধসের ঘটনা ঘটে। এটি একটি বন্দর শহর।