কাতারকে হারিয়ে রেকর্ড বাড়িয়ে নিলেন রোনালদো
দুই ম্যাচ পর জাতীয় দলে ফিরেই ফের গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জালের দেখা পেলেন জোসে ফন্তে ও আন্দ্রে সিলভাও। কাতারকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি সারল পর্তুগাল।
ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে কাতারকে চেপে ধরা পর্তুগাল অষ্টম মিনিটে পায় প্রথম সুযোগ। রোনালদোর থ্রু বল ধরে এগিয়ে যাওয়া জোয়াও মারিওকে এগিয়ে এসে রুখে দেন কাতারের গোলরক্ষক। ১৬ মিনিটে কয়েক জনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন গনসালো গেদেস। এগিয়ে আসা গোলরক্ষকের পায়ে লেগে বল পোস্টের বাইরে দিয়ে যায়।
৩৫তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। দিয়োগো দালোতের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন ডিফেন্ডার তারেক সালমান, ডি-বক্সে পেয়ে যান রোনালদো।
তাকে রুখতে এগিয়ে আসেন গোলরক্ষক, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে পারেননি। দুই মিনিট পরই অবশ্য জালের দেখা পান পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। বাইলাইনের কাছ থেকে দালোতের হেড ক্লিয়ার করতে ব্যর্থ হন সালমান। ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই জালে পাঠান অরক্ষিত রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর বদলি নামেন রাফায়েল লিয়াও। নুনো মেন্দেসের জায়গায় নেলসন সেমেদো। ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মারিওর ফ্রি কিকে দানিলো পেরেইরার হেড গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন লিলের ডিফেন্ডার ফন্তে।
৬৮তম মিনিটে দালোতের শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়। পাঁচ মিনিট পর সিলভার প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। ৮০তম মিনিটে লিয়াওয়ের শট লাগে ক্রসবারের নিচের দিকে। পরক্ষণে দালোত জালে বল পাঠালেও গোল মেলেনি, আক্রমণের শুরুতে তার হাতে লেগেছিল বল। ৮৮তম মিনিটে লিয়াওয়ের আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন লাইপজিগের এই ফরোয়ার্ড।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা।