যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
আপডেট: October 13, 2021
|
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। মঙ্গলবার এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারি ও মার্কেল ফার্মটিতে ইমপ্যাক্ট পার্টনারস হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৩ অক্টোবর) দ্য গার্ডিয়ান জানায়, এথিকে হ্যারি ও মার্কেলের কাজের প্রকৃতি কী হবে এবং তাদের পারিশ্রমিক কত হবে সেই সম্পর্কে জানা যায়নি।
হ্যারি ও মার্কেল দম্পতি ইতিমধ্যে এথিকে বিনিয়োগ করেছেন। এথিক বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের ব্যবস্থাপনা করছে।
এথিকের আশা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি ও মার্কেল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে ফার্মটিকে পৌঁছাতে সহায়তা করবেন।
এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, ‘আমরা যখন একে অপরের মধ্যে বিনিয়োগ করি, তখন আমরা আসলে বিশ্বকেই বদলে দিই।’