আগামী সপ্তাহ থেকে গরম কমার সম্ভাবনা রয়েছে

আপডেট: October 14, 2021 |

 

শরতের শেষ সময়ে বিদায় নিচ্ছে পুবালি বাতাস, ঢোকার চেষ্টা করছে পশ্চিমা বাতাস। এই দুই বাতাসের সংঘর্ষে তাপমাত্রা বাড়ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গরম কমতে পারে। আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানান, কয়েক দিনের মধ্যেই একটি লঘুচাপ আসার সম্ভাবনা রয়েছে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, গরম কমতে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, পুবালি ও পশ্চিমা বাতাসের সংঘর্ষে প্রতিবছরের এই সময়ে গরম থাকে। এবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর