চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিন জনকে হত্যা
আপডেট: October 14, 2021
|
চট্টগ্রামের মিরসরাইয়ে ঘর থেকে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে নিজ বাড়ি থেকে মোস্তফা হোসেন, তার স্ত্রী ও এক ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় রক্তমাখা অবস্থায় নিহত দম্পতির বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।