আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে ভারতের এনসিবি
বুধবার (১৩ অক্টোবর) আদালতে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) । তাদের দাবি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খান ও এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্যান্য অভিযুক্তদের। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই সংক্রান্ত তথ্য-প্রমাণ এনসিবির হাতে এসেছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।
লম্বা সময় ধরে চলা জামিন শুনানিতে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই আদালতকে জানিয়েছেন, আরিয়ান ওই প্রেমোদতরীর ভিতরেই ছিলেন না। তার মতে আরিয়ানকে প্রমোদতরীর গেট থেকেই আটক করে এনসিবি। তার সঙ্গে ছিল আরবাজ মার্চেন্ট। আরবাজ স্বীকার করেছে যে তার কাছে মাদক ছিল।
আইনজীবী আরও উল্লেখ করেন, এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে কেবল আরিয়ানের কাছ থেকেই কোনও মাদক কিংবা বেআইনি জিনিস পাওয়া যায়নি। ৭ দিনের পরিবর্তে যাতে এনসিবি ১ দিন সময় নেয়, সেই আর্জিও জানান তিনি।
অন্যদিকে এনসিবি আদালতের কাছে আরও সাতদিনের সময় চায়।
বুধবারের শুনানি শেষে এই মামলা সাময়িকভাবে স্থগিত করে দেন আদালত। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবার আরিয়ান খান, মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদন শুনবেন আদালত।