আলজেরিয়ায় ইসরায়েলি হামলার ষড়যন্ত্র ব্যর্থ
ইসরায়েল ও উত্তর আফ্রিকার একটি দেশের সহায়তায় বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র পরিকল্পনা নস্যাৎ করেছে আলজেরিয়া।
দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এন্নাহার টিভি বুধবার এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ইসরায়েল এবং উত্তর আফ্রিকার একটি দেশ এসব বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করেছে বলে দাবি তাদের।
উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আরব লিগের সদস্য হিসেবে তারা ইসরায়েলকে বর্জন করে আর রাষ্ট্র হিসেবে স্বীকার করে না।
ইসরায়েলি পাসপোর্টধারী কেউ আলজেরিয়ায় প্রবেশ করতে পারে না কিংবা কোনো পাসপোর্টে ইসরায়েলি ভিসা থাকলে তাকেও আলজেরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না।
সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, ষড়যন্ত্র সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের স্বীকারোক্তি পরে টেলিভিশনে প্রচার করা হবে।