আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ : আইএসের দায় স্বীকার, নিহত বেড়ে ৪৭

আপডেট: October 16, 2021 |

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-এর (আইএস) আফগান শাখা (আইএস-কে)। হামলার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)।

তারা জানিয়েছে, আইএসের আত্মঘাতী হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, প্রথমজন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়। খবর আল-জাজিরা।

শুক্রবারের এ হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭০ জনের বেশি। আহতদের মধ্যে আরো অনেকেই গুরুতর অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্স

মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজেও একই ধরনের হামলা চালিয়েছিল আইএস-কে। এতেও প্রায় অর্ধশত নিহত ও শতাধিক আহত হন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলের ছবিতে ভাঙা জানালা ও মাটিতে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিবি ফাতেমা মসজিদে বিস্ফোরণটি ঘটে। এতে অনেক মুসল্লি নিহত হয়েছেন। গেল ১৩ আগস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তর শহর কান্দাহারের পতন ঘটে তালেবানের হাতে।

স্থানীয় এক চিকিৎসক বলেন, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র : রয়টার্স, বিবিসি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর