সিরাজগঞ্জে বাল্যবিয়ে দেয়ার দায়ে কনের বাবার কারাদণ্ড

আপডেট: October 17, 2021 |

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার চর নিশিবয়ড়া গ্রামে বাল্যবিয়ে দেয়ার দায়ে কনের বাবার ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এ কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে ওই গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কনের বাড়ীতে ওই গ্রামের ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর (১৪) সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর (২৯) বিয়ের আয়োজন চলছিল।

পরে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবাকে উল্লেখিত কারাদন্ডাদেশ দেয়া হয়। সেইসাথে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর