পবিত্র রমজান ও ঈদের তারিখ জানালো আরব ইউনিয়ন

আপডেট: October 17, 2021 |
print news

আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের দাবি- এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই পবিত্র রমজান মাসের চাঁদ উঠেবে বলে আশা করা হচ্ছে। আর তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী বছরের এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরো বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেছন তিনি।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর