পাঁচশ নৃত্যশিল্পীর সঙ্গে গানের দৃশ্যে রণবীর কাপুর

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে নির্মাতা লাভ রঞ্জনের একটি সিনেমার শুটিং করছেন। এতে ৫০০ নৃত্যশিল্পীর সঙ্গে গানের দৃশ্যধারণ করেছেন এই অভিনেতা।
গত শনিবার (১৬ অক্টোবর) মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে নাম ঠিক না হওয়া এই সিনেমার গানটির শুটিং হয়েছে। এটি কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। গানের সংগীতায়োজন করেছেন প্রীতম।
লাভ রঞ্জনের সঙ্গে প্রথমবার কাজ করছেন রণবীর কাপুর। এছাড়া সিনেমায় এই অভিনেতার বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর। এটি এই জুটিরও প্রথম সিনেমা। এখানেই শেষ নয়, সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করছেন নির্মাতা বনি কাপুর। রণবীরের বাবার চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে এই সিনেমাতে।
বর্তমানে লাভ রঞ্জনের সিনেমাটি ছাড়াও রণবীর কাপুরের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। যশরাজ ফিল্মসের ‘শমশেরা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাংগার ‘অ্যানিমেল’ সিনেমাতে দেখা যাবে তাকে।